আগমী 25.09.23 তারিখ থেকে লাইব্রেরীতে কিছু নতুন নিয়ম লাগু হচ্ছে , যা নিম্নরূপ
1.ছাত্র-ছাত্রীদের লাইব্রেরী থেকে পাওয়া বই রাখার সময় বাড়িয়ে 20 দিন করা হল (রবিবার ও ছুটির দিন বাদে ) |
2.20 দিন পর বই জমা দিলে প্রথম দিন প্রতি বই 5.00 টাকা লেট ফাইন ধার্য করা হলো , তারপরের দিন থেকে প্রতিদিন প্রতি বই 1.00 টাকা করে ফাইন ধার্য হবে |
3.লাইব্রেরী লেট ফাইন টি Cash Counter এ জমা করতে হবে | প্রথমে লাইব্রেরী উপভোক্তা (User) লাইব্রেরী ফাইন সংক্রান্ত একটি রশিদ লাইব্রেরী থেকে সংগ্রহ করবে যাতে সমস্ত তথ্য থাকবে, সেই রশিদটি এবং তাতে লিখিত ফাইন এর টাকা টি নিয়ে তা Cash Counter এ জমা করতে হবে | তারপর Cash Counter থেকে টাকা জমা দেওয়ার একটি রশিদ সংগ্রহ করে তা পুনরায় লাইব্রেরী তে জমা দিতে হবে | তারপর ছাত্র-ছাত্রীরা আবার লাইব্রেরী থেকে বই তুলতে পারবে |
Rules and Regulations E-Resources New Arrivals Photo Gallery Library team